মাত্র ১৭ দিনে ১৬১ কোটি ডলারের রেমিট্যান্স! প্রবাসী আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত
মে মাসের প্রথমার্ধেই রেমিট্যান্স এসেছে প্রায় ১৯ হাজার ৬০০ কোটি টাকা, ধারাবাহিকতা থাকলে ছাড়িয়ে যাবে ৩ বিলিয়ন ডলার


এবিএনএ: প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে এ বছর নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত মিলেছে। চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (ডলার প্রতি ১২২ টাকা ধরে)। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৪৭ লাখ ডলার, যার মূল্য ১১৫৫ কোটি টাকারও বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, মে মাসের এই সময়ে প্রবাসীদের পাঠানো অর্থের মধ্যে সর্বাধিক এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৯৬ কোটি ২৭ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলারেরও বেশি।
এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার। এই প্রবাহ অব্যাহত থাকলে মে মাসে রেমিট্যান্স অতিক্রম করতে পারে ৩ বিলিয়ন ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি এবং এপ্রিল মাসে এসেছে ২৭৫ কোটি ডলার।
এই প্রবণতা থেকে অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে এই গতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি আনবে এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
বিশেষজ্ঞরা আশা করছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রতি যে আগ্রহ বেড়েছে, তা অব্যাহত থাকলে রেমিট্যান্সে আরও বড় রেকর্ড গড়তে পারে বাংলাদেশ।
Share this content: