রাশমিকার আঙুলে নতুন আংটি! বাগদানের জল্পনায় ফের আলোচনায় রাশমিকা-বিজয়
দুবাই বিমানবন্দরে রাশমিকার হাতে আংটি দেখেই গুঞ্জন, বাগদান সেরেছেন কি এই জনপ্রিয় দক্ষিণী জুটি? ভক্তদের কৌতূহল চরমে।


এবিএনএ: দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা ফের শিরোনামে। তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই কৌতূহল ছিল। যদিও তারা প্রকাশ্যে কখনো কিছু স্বীকার করেননি, তবুও একসঙ্গে ছুটি কাটানো কিংবা জনসমক্ষে ঘন ঘন উপস্থিতি বারবার জল্পনা তৈরি করেছে।
সাম্প্রতিক সময়ে দুবাই বিমানবন্দরে রাশমিকাকে দেখা যায় সাদা শার্ট, নীল জিনস আর কালো সানগ্লাসে। তবে সবার দৃষ্টি কাড়ে তার আঙুলের নতুন আংটি। অনেকেই ধরে নিয়েছেন, এটি হয়তো বাগদানের আংটি। তবে একই দিনে সন্ধ্যায় এক ইভেন্টে যোগ দেওয়ার সময় রাশমিকার হাতে সেই আংটি আর দেখা যায়নি। এ কারণে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
এর আগে নিউ ইয়র্কে ভারতের স্বাধীনতা দিবসের আয়োজনে বিজয় ও রাশমিকা একসঙ্গে অংশ নিয়েছিলেন। সেখানে তাদের হাত ধরাধরি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।
বিজয় দেবরাকোন্ডা ইনস্টাগ্রামে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ভারতীয় পতাকা উত্তোলনের ভিডিও শেয়ার করে লেখেন, ‘অসাধারণ অভিজ্ঞতা!’ আর এই পোস্টের পর থেকেই ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে আরও উৎসাহী হয়ে ওঠেন।
এদিকে শোনা যাচ্ছে, আসন্ন ‘ভিডি-১৪’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। এর আগে তারা ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন।