জাতীয়

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব

ঢাকেশ্বরী পূজা মণ্ডপে র‌্যাব মহাপরিচালকের ঘোষণা— গুজব রটনাকারীদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএনএ:  দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুধু মাঠপর্যায়েই নয়, সাইবার জগতে গুজব প্রতিরোধেও কাজ করছে র‌্যাবের বিশেষ টিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, “এবারের দুর্গাপূজাকে ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টহল টিম ও গোয়েন্দা সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। কোনোভাবেই গুজব ছড়িয়ে যেন উৎসবের পরিবেশ নষ্ট না হয়, সেজন্য র‌্যাবের সাইবার টিম ২৪ ঘণ্টা কাজ করছে।”

তিনি আরও জানান, গুজব ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে দেশবাসীকে অনুরোধ করে বলেন, যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না।

র‌্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজা চলাকালে নারী ও শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইভটিজিং যেন কোনোভাবেই না ঘটে, তার জন্য বিশেষ নজরদারি চালানো হবে।

এছাড়া পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মণ্ডপে সার্বক্ষণিক ভলান্টিয়ার রাখতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন।”

র‌্যাব প্রধান আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button