নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কমবে? জেনে নিন বিস্তারিত তালিকা
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় থেকে শুরু করে প্রযুক্তিপণ্য পর্যন্ত বহু জিনিসের দামে পরিবর্তনের আভাস


এবিএনএ, ঢাকা:
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে উক্ত বাজেট পেশ করা হয়। এই বাজেটে বহু পণ্যের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের কারণে দাম বাড়তে বা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন প্রস্তাবনায় এমন কিছু পণ্য রয়েছে, যেগুলোর ওপর অতিরিক্ত শুল্ক বা ভ্যাট বসানো হয়েছে। আবার কিছু পণ্যের কর হ্রাসের ফলে সেগুলোর দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
🔺 যেসব পণ্যের দাম বাড়তে পারে:
সিগারেট, সাবান ও শ্যাম্পু, অনলাইন কেনাকাটা, রড, গৃহস্থালি প্লাস্টিক পণ্য, দেশীয় মোবাইল ফোন, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশীয় ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার ও রাইস কুকার, ব্লেড, লিফট, ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, ওটিটি কনটেন্ট, কমার্শিয়াল ভবনের স্পেস, বিভিন্ন ধরণের পেপার ও বোর্ড, সুতা ও স্ক্রু-বল্ট, সার্জিক্যাল কিটস, শিপ স্ক্র্যাপ, সিমেন্ট শিট, ব্যাটারি, সেট-আপ বক্স ইত্যাদি।
🔻 যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা:
চিনি, স্যানিটারি ন্যাপকিন, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, ইনসুলিন ও ক্যানসারের ওষুধ, দেশীয় ই-বাইক, কম্পিউটার মনিটরের বড় ভার্সন, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম ব্যাটারি, মাটির পাত্র ও কাগজের প্লেট প্রভৃতি।
সরকার বলছে, এই বাজেটের মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করা এবং আমদানি নির্ভরতা কমানো হবে। একইসঙ্গে জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই পরিবর্তনগুলো বাজারে কীভাবে প্রভাব ফেলবে, তা নির্ভর করবে চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হওয়া নীতির ওপর।