ভোরে গুলির শব্দে কাঁপল কোটোনু: বেনিনে অভ্যুত্থান চেষ্টায় চরম উত্তেজনা, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে প্রেসিডেন্ট তালোনকে অপসারণের ঘোষণা সেনাসদস্যদের—সরকার জানাল সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা


এবিএনএ: আফ্রিকার দেশ বেনিনে প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে একদল সেনাসদস্য অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। রোববার সকালে রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে তারা নিজেদের “মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন—সিএমআর” পরিচয়ে ঘোষণা দেয় যে তালোন আর দেশের প্রেসিডেন্ট নন।
এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট কার্যালয় জানায়, তালোন সম্পূর্ণ নিরাপদে আছেন এবং সামরিক বাহিনী ইতোমধ্যেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারের দাবি—অভ্যুত্থান চেষ্টা দমন হয়েছে এবং দেশ স্থিতিশীলতার দিকে ফিরছে।
রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি বলেন, “অভ্যুত্থানের একটি প্রচেষ্টা চলেছে, তবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।”
রোববার ভোরে প্রেসিডেন্ট তালোনের বাসভবনের নিকটবর্তী ক্যাম্প গেজো এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়লে রাজধানী কোটোনুতে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়দের মতে, গুলিটি ‘লাইভ অ্যামুনিশন’ ছিল। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার হয় এবং মানুষজন আশ্রয়ের জন্য ঘরে ফিরে যায়।
গোলাগুলির অল্প সময় পর টেলিভিশনে হাজির হয়ে বিদ্রোহী সেনাসদস্যরা জানান, তারা দেশের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছেন। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তিগ্রি পাসকাল।
ঘটনার পর প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। কোটোনুর কেন্দ্রীয় এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
এদিকে বেনিনে অবস্থানরত নাগরিকদের নিরাপদে ঘরে থাকার পরামর্শ দিয়েছে ফ্রান্স দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।
Share this:
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp




