কলকাতা থেকে গোপন বাসায় ফেরানো হলো ওবায়দুল কাদেরকে—কেমন আছে তাঁর শারীরিক অবস্থা?
অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর অসুস্থতা সত্ত্বেও বাসায় রেখেই চলছে আওয়ামী লীগ নেতার চিকিৎসা


এবিএনএ: জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানা গেছে। বয়সজনিত নানা জটিলতায় ভোগা এই রাজনৈতিক নেতাকে সম্প্রতি কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে তিনি হাসপাতালে নেই।
সোমবার দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে কলকাতার নিউটাউনের একটি গোপন বাসায় নিয়ে যাওয়া হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, হাসপাতালে থাকার সময় তিনি স্বস্তিবোধ করছিলেন না। সে কারণে চিকিৎসকদের পরামর্শে বাসায় রেখেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কাদেরকে ইএম বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। কয়েকদিনের চিকিৎসায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার তাকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, নিউটাউনের বাসায় থাকাকালীনও তাকে নিয়মিত অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বাসায় প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকার দাবি করেছিলেন ওবায়দুল কাদের। পরবর্তীতে একই বছরের নভেম্বরে তিনি ভারতে চলে যান বলে এক সাক্ষাৎকারে জানান।




