বিনোদন

দুই দশক পর পর্দায় ফিরছে ‘নতুন কুঁড়ি’: বিটিভির আয়োজন

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ফিরছে ২০ বছর পর, শুরু হচ্ছে দেশজুড়ে বাছাইপর্ব ও আবেদন গ্রহণ

এবিএনএ: দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোর প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। প্রায় দুই দশক পর আয়োজিত এই প্রতিযোগিতায় আগামী ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে, সেখান থেকে বিজয়ীরা অংশ নেবে বিভাগীয় পর্বে। চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়।

১৯টি অঞ্চলের মধ্যে রয়েছে—ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধীনে একাধিক জেলা। এসব জেলার শিল্পকলা একাডেমি প্রাথমিক বাছাই পর্বের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এই আসরে মোট ৯টি বিষয়ে প্রতিযোগিতা হবে—অভিনয়, আবৃত্তি, গল্পবলা বা কৌতুক, সাধারণ নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান ও আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত এবং হামদ-নাত। বয়সভিত্তিক দুইটি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের নিচে, আর ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়ে অংশ নিতে পারবে।

নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্য যে, ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ দেশের অসংখ্য শিল্পীকে আলোচনায় নিয়ে এসেছে। অনুষ্ঠানটি কেবল শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকা উপহার দিয়েছে। সর্বশেষ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button