খেলাধুলা

নতুন চুল, পুরনো ছন্দ! নেইমারের জোড়া গোলে সান্তোসের দারুণ জয়

চোট কাটিয়ে ফিরেই নেইমারের চমক—জুভেন্টুদকে হারিয়ে সান্তোস পেল ৩-১ গোলের জয়, জোড়া গোল করে নজর কাড়লেন নতুন হেয়ারস্টাইলে

এবিএনএ:  চুলের স্টাইল বদলানো মানেই যেন নেইমারের নতুন চমক! মাঠে ফিরেই সেটা আরও একবার প্রমাণ করলেন ব্রাজিলিয়ান তারকা। নতুন হেয়ারস্টাইলে নজর কাড়ার পাশাপাশি সান্তোসের জার্সিতে জোড়া গোল করে নিজেকে ফিরিয়ে আনলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবার ঘরের মাঠে ফেরার স্বাদ পেলেন তিনি। সান্তোসে ফিরে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্টুদকে ৩-১ গোলে হারাতে বড় অবদান রাখেন নেইমার।

ম্যাচের ৩৬তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে করেন প্রথম গোল। এরপর মাত্র তিন মিনিট পরই সান্তোসের হয়ে আলভারো ব্যারেল স্কোরলাইন ২-০ করে তোলেন। প্রথমার্ধের যোগ করা সময়ে জুভেন্টুদ একটি গোল শোধ দিলেও ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া পেনাল্টি থেকে দ্বিতীয়বার জালের দেখা পান নেইমার।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর এটাই তার প্রথম জোড়া গোল। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে বলিভিয়ার বিপক্ষে করেছিলেন এমন কৃতিত্ব। আর ২০২২ সালের পর এবারই প্রথম টানা পাঁচ ম্যাচ খেললেন নেইমার, যা তার জন্য বড় অর্জন।

জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার জানান, তিনি আবারও ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য তৈরি। সামনে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, যেটি হতে পারে তার প্রত্যাবর্তনের উপলক্ষ।

“আমি আবারও তৈরি। আমার খেলা সবাই জানে। এখনো নিজেকে ফিট ও শক্তিশালী মনে করছি। সিদ্ধান্তটা এখন কোচদের হাতে,”—বলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আগামী ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সেপ্টেম্বরে শেষবারের মতো মাঠে নামবে বাছাইপর্বে। এই সময়ের মাঝেই নিজেকে আবারও প্রমাণ করতে মরিয়া নেইমার। মাঠে তাঁর এমন পারফরম্যান্স সমর্থকদের মনে ফিরিয়ে এনেছে সেই পুরনো, আগ্রাসী নেইমারকে—যিনি একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button