অর্থ বাণিজ্য

বদলির চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের ৮ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ করায় এনবিআরের পাঁচ যুগ্ম ও তিন উপ-কর কমিশনার সাময়িক বরখাস্ত, বিভাগীয় তদন্তের নির্দেশ

এবিএনএ: জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ জানানোর ঘটনায় পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—মাসুমা খাতুন (কর অঞ্চল-২), মুরাদ আহমদ (কর অঞ্চল-১৫), মোহাম্মদ মোরশেদ উদ্দিন (কুষ্টিয়া), মোনালিসা শাহরীন সুস্মিতা (নোয়াখালী), আশরাফুল আলম প্রধান (কক্সবাজার), শিহাবুল ইসলাম (উপ-কর কমিশনার), নুশরাত জাহান শমী (রংপুর) এবং ইমাম তৌহিদ হাসান শাকিল (কুমিল্লা)।

প্রজ্ঞাপনে বলা হয়, ২২ জুন জারি হওয়া বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।

এই ঘটনার সূত্রপাত ঘটে ২৪ জুন, যখন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে একদল কর্মকর্তা বদলির আদেশকে ‘প্রতিহিংসামূলক’ উল্লেখ করে প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলেন। ঘটনাটি ঘটে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে। এর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় বিতর্ক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরখাস্তের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button