এবিএনএ স্পেশাল

মোংলায় মাদক এখন প্রকাশ্যে, ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম

মোংলার অলিগলিতে চলছে মাদক বেচাকেনা, প্রশাসনের নজরদারি ভেদ করে যুবকরা জড়িয়ে পড়ছে ইয়াবা ও জুয়ায়

এবিএনএ, মোংলা: মাসুদ রানা

মোংলার পথে ঘাটে, অলিগলিতে— এখন প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। মাদকবিরোধী সভা কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনো কাজে আসছে না বলে অভিযোগ করছেন এলাকাবাসী। তরুণ সমাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে ভয়ঙ্কর মাদক জগতে।

প্রথমে গাঁজা ও বাংলা মদের হাত ধরে শুরু হলেও, বর্তমানে ইয়াবাই হয়ে উঠেছে প্রধান মরণনেশা। মোংলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ইয়াবা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। প্রশাসনের নজরদারি থাকলেও তা অকার্যকর—কারণ এখানকার সিন্ডিকেট এতটাই সংগঠিত যে তাদের থামানো যাচ্ছে না।

গোপন সূত্র জানায়, অনেক তরুণই ভালো পরিবারের সন্তান হয়েও ইয়াবার সাথে যুক্ত। এমনকি স্কুল-কলেজগামী ছাত্রদের মধ্যেও বাড়ছে আসক্তি। অভিভাবকরা চোখের সামনে সন্তানকে ধ্বংস হতে দেখলেও কিছু করতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, মোবাইল গেমের আসক্তির সাথে যুক্ত হয়ে ছেলে-মেয়েরা ইয়াবার মতো ভয়ংকর নেশায় ডুবে যাচ্ছে। মাদক বিক্রেতারাও আজকাল বয়সে তরুণ—যাদের দেখে কেউ মাদক ব্যবসায়ী বলেই বিশ্বাস করবে না।

মোংলার কবরস্থান রোড, দিগরাজ বালুর মাঠ, রাজ্জাক সড়ক, বটতলা, মাছমারা, নারিকেলতলা, শামসুর রহমান রোড, নতুন বাসস্ট্যান্ড, কানাইনগর, জিউধারা, বাজুয়া, রামপাল-পেড়িখালি সহ অন্তত ৩০টিরও বেশি স্থানে চলছে খোলাখুলি মাদক বেচাকেনা। এছাড়া নৌপথ ও ফেরিঘাট ব্যবহার করে প্রতিনিয়ত ঢুকছে ইয়াবা ও অন্যান্য মাদক।

সম্প্রতি রাজ্জাক সড়কের আলোচিত মাদক ব্যবসায়ী তিশার বিরুদ্ধে রিপোর্ট করায় স্থানীয় সাংবাদিক মাসুদ রানা হুমকির মুখে পড়েছেন। তার মোবাইলে হুমকি, ফেসবুকে ভুয়া আইডি খুলে সুনাম ক্ষুন্নের চেষ্টা—এসব ঘটনার জেরে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মোংলার ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক রোধ সম্ভব নয়। রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে খুব শিগগিরই মোংলায় সাঁড়াশি অভিযান চালানো হবে।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান সাফ জানিয়ে দেন— “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান স্পষ্ট, কোনো প্রকার ছাড় নেই। তথ্য পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে ও হবে।”

🔻 দ্রষ্টব্য: দ্বিতীয় পর্বে প্রকাশিত হবে মোংলার আলোচিত মাদক ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা ও পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button