আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে মোদির জোরালো ভাষণ: “সন্ত্রাস দমন না করে ভারতকে আক্রমণ করেছে তারা”

যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবিএনএ:  যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যখন ভারত সহযোগিতা প্রত্যাশা করছিল, তখন পাকিস্তান সহযোগিতার বদলে আক্রমণ করেছে।

মোদি জানান, মে ভোরে ভারতের সেনাবাহিনী নির্ভুলভাবে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার এবং বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে এই হামলা চালানো হয়। তিনি এসব ঘাঁটিকে ‘সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়’ হিসেবে আখ্যায়িত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ওই অভিযানে ১০০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। দীর্ঘদিন ধরে যারা পাকিস্তানে আশ্রয়ে থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তাদের অনেকেই এই আক্রমণে ধ্বংস হয়েছে। এতে পাকিস্তানে হতাশা এবং ভীতির পরিবেশ সৃষ্টি হয়। সেই আতঙ্ক থেকেই তারা আরও একটি ভুল পদক্ষেপ নেয়—ভারতে সরাসরি হামলা চালায়।

মোদি অভিযোগ করেন, পাকিস্তান ভারতের স্কুল, কলেজ, ধর্মীয় উপাসনালয় এবং সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ভারতের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্রকে সহজেই আকাশেই ধ্বংস করে দেয়। মোদি বলেন, এর মাধ্যমে বিশ্ববাসী পাকিস্তানের আসল চেহারা দেখে ফেলেছে।

Share this content:

Back to top button