রাজনীতি

শিশু একাডেমি ভাঙার প্রস্তাবে মির্জা ফখরুলের কড়া আপত্তি: ‘জাতি গঠনে বাধা’

বিএনপি মহাসচিব বললেন, শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে গঠিত প্রতিষ্ঠান সরানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত

এবিএনএ: শিশুদের গঠনমূলক বিকাশে অবদান রাখা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শিশু একাডেমিকে ভেঙে ফেলার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “শিশু একাডেমি সরানো হলে জাতি গঠনের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিশু একাডেমি সরকারের একটি জাতীয় প্রতিষ্ঠান, যা শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার কেন্দ্র হিসেবে কাজ করে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন এবং সারাদেশে এর কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন।”

মির্জা ফখরুল আরও বলেন, “এই প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া বা ভেঙে ফেলার চিন্তাই জাতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটি শিশুদের বিকাশে সরাসরি প্রভাব ফেলবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।


উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত করলেন ফখরুল

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি মহাসচিব উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকার একটি পারিবারিক কবরস্থানে যান। সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থী আরিয়ান, হুমায়ূরা ও বাপ্পির কবর জিয়ারত করেন তিনি।

এছাড়াও শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরেও শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং এই দুঃসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এই সফরে তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, কফিল উদ্দিন, আফাজ উদ্দিন ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button