জাতীয়

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হলেন দুই উপদেষ্টা, উত্তপ্ত ছিল মাইলস্টোন ক্যাম্পাস

বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পড়েন দুই উপদেষ্টা, শিক্ষার্থীদের প্রতিরোধে ফিরে যেতে হয় ক্যাম্পাসে

এবিএনএ: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার স্থান পরিদর্শনে গিয়ে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম। অবশেষে বিকেল ৭টা ৩৫ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তারা ক্যাম্পাসেই আটকা পড়ে যান। বিকেল ৩টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করলেও দিয়াবাড়ি গোলচত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং সড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও র‍্যাব সদস্যরা একাধিকবার ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করেন, তবে পরিস্থিতি উত্তপ্তই রয়ে যায়। আন্দোলনে মাইলস্টোন ছাড়াও রাজউক উত্তরা মডেল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।

বেলা ১২টা ৪৫ মিনিটে শিক্ষার্থীদের শান্ত করতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “তোমাদের দাবি একদম যৌক্তিক। আমি সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, প্রতিটি দাবি পূরণ করা হবে।” যদিও এই আশ্বাসেও ক্ষোভ প্রশমিত হয়নি, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যান।

পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী এবং শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পেছনের গেট দিয়ে উপদেষ্টাদের গাড়ি বের করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button