জাতীয়লিড নিউজ

মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠছে নতুন শহর: প্রফেসর ইউনূসের ভিশন

কর্মসংস্থান, ব্লু ইকোনমি ও আন্তর্জাতিক কানেক্টিভিটির সম্ভাবনায় এগোচ্ছে মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প

এবিএনএ:  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, মহেশখালী-মাতারবাড়ী কেবল একটি গভীর সমুদ্র বন্দরকেন্দ্রিক এলাকা নয়, বরং সেখানে একটি নতুন শহরের জন্ম হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রকল্পের তিন ধাপের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৫ থেকে ২০৫৫ সালের মধ্যে ধাপে ধাপে এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের জিডিপিতে যুক্ত হবে দেড়শ’ বিলিয়ন মার্কিন ডলার।

প্রধান উপদেষ্টা বলেন, “শুধু একটি বন্দর নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি পূর্ণাঙ্গ ব্লু ইকোনমি গড়ে তোলা। এখান থেকে বিশ্বব্যাপী কানেক্টিভিটি তৈরি হবে, আর সমুদ্রই হবে আমাদের আন্তর্জাতিক মহাসড়ক।”

ইউনূস গভীর সমুদ্র গবেষণা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র স্থাপন ও একাডেমিক গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি পরামর্শ দেন, ওশান ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে হবে এবং বিশ্বের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে হবে।

বৈঠকে পরিবেশ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেন, “আমাদের বনভূমির বর্তমান অবস্থা ও ভবিষ্যতের রূপ কেমন হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা করা জরুরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button