‘তত্ত্বাবধায়ক বাতিলের রায় দেশের ক্ষতি করেছে’—বিচার চাইলেন সাবেক ছাত্রনেতা ও আইনজীবী খোকন
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারের পর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবী অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন


খোন্দকার নিয়াজ ইকবাল, এবিএনএ: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের পর তাকে আইনি বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। তিনি এক সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেও পরিচিত।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে খোকন লেখেন, “অবশেষে একটি সুসংবাদ এলো—দেশ ও আওয়ামী লীগ ধ্বংসকারী বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি।”
এবিএনএ কে অ্যাডভোকেট খোকন বলেন, “খায়রুল হকের কারণেই আজ আওয়ামী লীগ দুরবস্থার মধ্যে পড়েছে। তিনি গণতন্ত্র ধ্বংস করেছেন, জাতিকে বিভ্রান্ত করেছেন।”
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় রাষ্ট্রদ্রোহ ও জাল-জালিয়াতির অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগ করা হয়েছে যে, তিনি বিচারপতি থাকাকালে রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট করে দেয়।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০১৩ সালে আইন কমিশনের চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন তিনি। গত বছরের ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।
প্রসঙ্গত, খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালে ত্রয়োদশ সংবিধান সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেন। এছাড়া ইসলামিক ফতোয়ার বৈধতা নিয়েও রায় দেন, যা নিয়েও বহু বিতর্ক রয়েছে।
অ্যাডভোকেট খোকন তার বক্তব্যে বলেন, “এমন একটি রায় দিয়ে তিনি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং গোটা জাতির গণতান্ত্রিক ভিত্তিকে আঘাত করেছিলেন। এই অপরাধের জন্য তার বিচার হওয়া উচিত।”