ঢাবিতে ছবিতে জুতা নিক্ষেপের ঘোষণায় খায়রুল বাসারের আবেগঘন প্রতিক্রিয়া
১৫ আগস্ট বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর পর ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন অভিনেতা খায়রুল বাসার, সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন তিনি


এবিএনএ: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার আবারও আলোচনায়। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রশংসা পেলেও, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোয় এবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী তার ও কয়েকজন তারকার বিরুদ্ধে ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছে। বিষয়টি নিয়ে নিজ বিশ্ববিদ্যালয়ের অনুজদের উদ্দেশে সামাজিক মাধ্যমে খোলামেলা বার্তা দিয়েছেন বাসার।
তিনি লেখেন, “আজ নাকি ঢাবি ক্যাম্পাসে আমার ছবিতে জুতা নিক্ষেপ হবে? আমি কোন অপরাধ করেছি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি বলে, নাকি বঙ্গবন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছি বলে?”
নিজের আবেগ প্রকাশ করে তিনি আরও লেখেন, “আমার ভাইয়েরা, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা ছুঁড়ে মারো। আমি হাসিমুখে তা গ্রহণ করবো। কারণ আমি বুঝেছি, তোমরা রাজনৈতিক পথে নেমেছো। মানুষের আবেগ এখন তোমাদের কাছে গুরুত্বহীন। তবুও ভালোবাসা আর শুভকামনা রইলো।”
এর আগে ১৫ আগস্ট বাসার তার সামাজিক মাধ্যমে আল মাহমুদের একটি কবিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ কবিতার অংশ শেয়ার করেন। পোস্টটিতে তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।