আমেরিকা

“আমি গোয়েন্দা কমিটিতে ছিলাম”—তারযুক্ত হেডফোন নিয়ে কমলা হ্যারিসের সতর্কবার্তা ঘিরে বিতর্ক

গোপন তথ্য ফাঁসের আশঙ্কায় ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করেন না কমলা হ্যারিস, ভাইরাল ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনা

এবিএনএ:  যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের নেত্রী কমলা হ্যারিস সম্প্রতি প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা বিষয়ে একটি মন্তব্য করে ভাইরাল হয়ে উঠেছেন। স্টিফেন কোলবার্টের জনপ্রিয় টক শো-তে অংশ নিয়ে তিনি বলেন, “আমি কখনোই ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করি না, বিশেষ করে গোপন বা গুরুত্বপূর্ণ ফোনকলে।”

কমলা ব্যাখ্যা করেন, “আমি সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য ছিলাম এবং গোপন নথি সম্পর্কিত ব্রিফিংয়ে অংশ নিয়েছি। আমি জানি, ট্রেনে বসে AirPods দিয়ে ফোন করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।” তিনি আরও বলেন, “তারযুক্ত হেডফোন তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ।”

এই মন্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ বলেছেন, এমন একজন উচ্চপদস্থ রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের সতর্কতা প্রযুক্তির নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। অনেকে বিষয়টিকে গ্রহণযোগ্য সতর্কবার্তা হিসেবে দেখলেও, কেউ কেউ ব্যঙ্গও করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “সরকার যদি আমার AirPods দিয়ে কথা শুনতে চায়, তাহলে তারা শুধু শুনবে আমি এক সপ্তাহ ধরে এক গান বাজিয়ে চলেছি!”

অন্যদিকে, একই সাক্ষাৎকারে কমলা হ্যারিস জানান, তিনি ক্যালিফোর্নিয়ার আসন্ন গভর্নর নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে তিনি ‘ভঙ্গুর’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই ব্যবস্থায় আমি আপাতত আর ফিরতে চাই না।”

তথ্যপ্রযুক্তির এই যুগে ব্যক্তিগত ও জাতীয় নিরাপত্তা—দুটোই হুমকির মুখে পড়তে পারে বলেই মনে করছেন সাবেক এই গোয়েন্দা কমিটির সদস্য। তাঁর এই সতর্কতা এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button