বড় ভাই লতিফ সিদ্দিকীসহ ডিবি হেফাজতে থাকা সবাইকে সম্মানের সঙ্গে মুক্তির দাবি কাদের সিদ্দিকীর
টাঙ্গাইলে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকীকে সম্মানের সঙ্গে মুক্তি দিতে হবে; প্রয়োজনে মামলা হলে আইনিভাবে মোকাবিলা করা হবে।


এবিএনএ, টাঙ্গাইল: বীর উত্তম ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীসহ ডিবি পুলিশের হেফাজতে থাকা সবাইকে সসম্মানে মুক্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা ‘সোনার বাংলা’-য় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, “সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে লতিফ সিদ্দিকীকে ‘মব’ সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হোক। যদি কোনো মামলা থাকে, আমরা তা আইনি পথে মোকাবিলা করবো।”
কাদের সিদ্দিকী আরও বলেন, “চব্বিশের আন্দোলন আমি স্বাধীনতার কাছাকাছি মনে করেছিলাম। কিন্তু এখন দেশের মানুষ তাদের আচরণে অতিষ্ঠ। তাদের বিজয় স্থায়ী হবে ভেবেছিলাম, কিন্তু এক বছরের মধ্যেই তা ভেঙে পড়ছে। আওয়ামী দোসর কিংবা বর্তমান সরকারের দোসররা আসলে বড় স্বৈরাচার।”
তিনি বঙ্গবন্ধুর প্রসঙ্গ টেনে বলেন, “যেমন বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, তেমনি লতিফ সিদ্দিকী জন্ম না নিলে টাঙ্গাইল হতো না, আমরাও রাজনীতি করতে পারতাম না।”
এ সময় তিনি দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও দাবি জানান।