বিনোদন

বহু বছরের প্রেমের কথা জানালেন জয়া আহসান, বিয়েতে এখনই নেই আগ্রহ

দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করলেন জয়া আহসান, তবে বিয়ে নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই বলে জানালেন জনপ্রিয় অভিনেত্রী

এবিএনএ:  জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন। নিজের প্রেম কিংবা সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে আনেননি। কিন্তু সম্প্রতি তিনি ভাঙলেন সেই নীরবতা।

ভারতের গণমাধ্যম ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া স্বীকার করেছেন, তিনি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। তবে তার সঙ্গী মিডিয়া জগতের কেউ নন।

জয়া বলেন, “হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা অনেক বছর ধরে একসাথে আছি। তিনি মিডিয়ার কেউ নন। আমার কাছে সম্পর্কের ভিত্তি হলো বন্ধুত্ব। আমি প্রায়ই ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকি—তবুও তিনি কখনো অভিযোগ করেন না, বরং সবসময় সমর্থন দিয়ে যান। এই মনোভাব সত্যিই বিরল।”

বিয়ে প্রসঙ্গে তিনি জানান, এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই। “বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। তবে এই মুহূর্তে তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। কিছুটা ভয়ও কাজ করে, হয়তো আগের অভিজ্ঞতার জন্য।”

তিনি আরও জানান, দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ার কারণে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

বর্তমানে জয়া পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত দুটি ছবি—ডিয়ার মাপুতুলনাচের ইতিকথা—এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button