টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের ক্লাবে যোগ দিলেন জস বাটলার!
ইংলিশ তারকা বাটলারের দুর্দান্ত ইনিংস, বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক


এবিএনএ: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আরেকটি মাইলফলক গড়লেন ইংলিশ তারকা জস বাটলার। বিশ্বের সপ্তম এবং ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি ১৩ হাজার রানের ক্লাবে জায়গা করে নিলেন।
বৃহস্পতিবার হেডিংলিতে অনুষ্ঠিত ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন বাটলার। ৪৬ বলের ঝড়ো ব্যাটিংয়ে ৮টি চার ও ৩টি ছক্কায় তিনি করেন ৭৭ রান, যা দলকে এনে দেয় জয়। এই ইনিংসের মাধ্যমেই তিনি পেরিয়ে যান ১৩ হাজার রানের মাইলফলক।
ইনিংস শুরুর আগে বাটলারের দরকার ছিল মাত্র ৩১ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে নবম ওভারে অফ স্পিনার ডম বেসকে ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান ৩৪ বছর বয়সী এই তারকা। শেষ ওভারে রান আউট হয়ে শেষ হয় তাঁর ৭৭ রানের ঝড়ো ইনিংস।
এখন পর্যন্ত ৪৩১ ইনিংসে বাটলারের সংগ্রহ ১৩,০৪৬ রান। ইংল্যান্ডের হয়ে তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন অ্যালেক্স হেলস। বিশ্বের বাকি সদস্যরা হলেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, শোয়েব মালিক, কাইরন পোলার্ড ও কিংবদন্তি ক্রিস গেইল। এদের মধ্যে গেইল সবার শীর্ষে, যার টি-টোয়েন্টি রান ১৪,৫৬২।
টি-টোয়েন্টিতে বাটলারের ৫০ ছোঁয়া ইনিংস এখন ১০১টি (৯৩টি ফিফটি ও ৮টি সেঞ্চুরি)। এই তালিকায় তাঁর ওপরে আছেন কেবল বাবর আজম (১০৪), ক্রিস গেইল (১১০), বিরাট কোহলি (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১১৯)।
বাটলারের ঐতিহাসিক দিনে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। ৪২ বছর বয়সী এই ক্রিকেটার এ মৌসুমে ৯ ম্যাচে তুলে নিয়েছেন ১৭ উইকেট। দীর্ঘ বিরতির পর ভাইটালিটি ব্লাস্টের মাধ্যমে অ্যান্ডারসনের টি-টোয়েন্টি ক্যারিয়ার নতুন করে শুরু হয়েছে। এরই মধ্যে ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর জন্য তাঁকে দলে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস।