বিনোদন

মা হারানোর কষ্টও পরিণত হয়েছিল বিনোদনে, শ্রীদেবীকে হারানোর স্মৃতি শোনালেন জাহ্নবী কাপুর

ব্যক্তিগত শোকের মাঝে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার নিষ্ঠুর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জাহ্নবী

এবিএনএ:  বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ক্যারিয়ার শুরু হয়েছিল জীবনের সবচেয়ে বড় আঘাতের পরপরই। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী মৃত্যুবরণ করেন। সেই শোক সামলাতেই ব্যস্ত থাকা অবস্থায় মুক্তি পায় তার প্রথম ছবি ধড়ক

সম্প্রতি ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী জানালেন, মাকে হারানোর ব্যথার পাশাপাশি মানুষের নিষ্ঠুর আচরণকেও সহ্য করতে হয়েছিল তাকে ও বোন খুশি কাপুরকে। তার ভাষায়, “আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরের লোকদের সামনে তা প্রকাশ করিনি। অথচ মানুষ মনে করেছিল, আমাদের দিকে কাদা ছোড়া যায়, যেন আমরা অনুভূতিহীন।”

জাহ্নবীর অভিযোগ, মায়ের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, সেই সঙ্গে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার তীব্র নজরদারিও ছিল অসহনীয়। তিনি বলেন, “সিনেমার প্রচারে গিয়ে যদি হাসতাম, বলা হতো খুব দ্রুত স্বাভাবিক হয়ে গেছি। আবার নীরব থাকলে বলা হতো আমি ঠাণ্ডা মনের। এসব নিয়েও মিম বানানো হয়েছিল, যা ছিল অকল্পনীয়। ভাবা যায়! মাকে হারানোই যথেষ্ট কষ্টের, কিন্তু সেটিকে পুরো দেশের বিনোদনে পরিণত করা ছিল আরও ভয়াবহ।”

তিনি আরও জানান, এই অভিজ্ঞতা তাকে মানুষের সহানুভূতি ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।

ব্যক্তিগত শোক ও সমালোচনার ঝড় পেরিয়েও জাহ্নবী অভিনয় থেকে সরে দাঁড়াননি। বর্তমানে তার অভিনীত পরম সুন্দরী সিনেমা প্রেক্ষাগৃহে চলছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button