বাংলাদেশ

চট্টগ্রামে জামায়াতের উত্তাল বিক্ষোভ: বর্বর হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

মিডফোর্ডসহ দেশজুড়ে নির্মম খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ দাবি করে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চট্টগ্রামে জামায়াতের উত্তাল বিক্ষোভ: বর্বর হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি:
সাম্প্রতিক মিডফোর্ডের বীভৎস হত্যাকাণ্ডসহ দেশজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাস, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সরকারের প্রতি খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়।

সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ আব্দুল গফুর। বিকেলে মাদারবাড়ি পাম্প মসজিদ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক ঘুরে কদমতলী মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সদরঘাট জামায়াতের সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, সহকারী সেক্রেটারি ফজলে এলাহী শাহিন, কবির আহমদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আব্বাস উদ্দিন।

বক্তারা বলেন, অতীতে সন্ত্রাস ও দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। তারা হুঁশিয়ার করে বলেন, বর্তমানেও কেউ যদি সন্ত্রাস ও স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না। বর্বর খুন, চাঁদাবাজি, দখল ও ধর্ষণের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

অন্যদিকে, কোতোয়ালী থানায় জামায়াত আয়োজিত আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে। থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে মিছিল-পূর্ব বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম-৯ আসনের মনোনীত প্রার্থী ডা. এ. কে. এম. ফজলুল হক।

বক্তব্য দেন অধ্যাপক আবদুজ জাহের, সেক্রেটারি মোস্তাক আহমেদ, হামীদুল ইসলাম, ছাত্রশিবির নেতারা মিনহাজ উদ্দীন ও আবরার হোসাইন। স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দসহ শতাধিক জনতা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এই মিছিল আন্দরকিল্লা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান মোড়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button