জাতীয়

নুরাল পাগলার মরদেহে অগ্নিসংযোগ: দোষীদের কঠোর শাস্তির ঘোষণা অন্তর্বর্তী সরকারের

গোয়ালন্দে কবর অবমাননা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার, দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।

এবিএনএ:  রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে ‘নুরাল পাগলা’র কবর অবমাননা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনাকে অমানবিক ও নিন্দনীয় বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মরদেহে অগ্নিসংযোগ শুধু মানবিক মূল্যবোধের পরিপন্থী নয়, এটি আমাদের আইন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার ওপর সরাসরি আঘাত। কোনো অবস্থাতেই এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।

সরকার আশ্বস্ত করেছে, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যারা এই নৃশংস ঘটনায় জড়িত, তারা উপযুক্ত শাস্তি পাবে।”

অন্তর্বর্তী সরকার নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়েছে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং ন্যায়বিচার ও মানবিকতার আদর্শ রক্ষায় একযোগে কাজ করার জন্য।

উল্লেখ্য, নুরুল হক গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ির দরবার শরিফে বিশেষ কায়দায় মরদেহ দাফন করা হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা কবর থেকে মরদেহ তুলে অগ্নিসংযোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button