সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
গাজীপুরে সাজানো জঙ্গি নাটক ও সাতজন হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে


এবিএনএ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০১৬ সালে গাজীপুরে ‘সাজানো জঙ্গি নাটক’ দেখিয়ে সাতজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এ আদেশ দেওয়া হয়।
সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
তদন্ত অনুযায়ী, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় কাউন্টার টেররিজম ইউনিট পুলিশের সহায়তায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে সাতজন যুবক নিহত হন।
প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, নিহতদের কাউকে ওই ঘটনার আগে জঙ্গি কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ মেলেনি। তাদের বিভিন্ন স্থান থেকে ধরে এনে বাড়িতে আটকে রেখে নাটক সাজানো হয় এবং পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনি ঘটনাটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে নেতৃত্বদানকারী কয়েকজন পুলিশ কর্মকর্তা।
এদিকে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) নজরদারি শুরু করেছে।