বাংলাদেশ

রেলভবনে বৈঠকে তিন উপদেষ্টা, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ৫ দফা দাবি পুনর্ব্যক্ত

কমিটি প্রত্যাখ্যান করে পাঁচ দফা দাবি তুলে ধরল প্রকৌশল শিক্ষার্থীরা, শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত

এবিএনএ:  অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রেলভবনে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে শিক্ষার্থীদের ১১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তবে বৈঠকের সমান্তরাল সময়ে শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরে যাবেন না।

এর আগে দুপুরে সরকার প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবি যাচাই ও সুপারিশ তৈরির জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করে। কিন্তু শিক্ষার্থীরা সেই কমিটি প্রত্যাখ্যান করে নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:
১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও জবাবদিহি করতে হবে।
২. গঠিত কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সমন্বিত নতুন কমিটি গঠন করতে হবে। পূর্বে ঘোষিত তিন দফা দাবি দ্রুত নির্বাহী আদেশে কার্যকর করতে হবে। এ বিষয়ে তিন উপদেষ্টা—ড. ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে নিশ্চয়তা দিতে হবে।
৩. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. রোকনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
৫. শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার দায়ে ডিসি মাসুদকে পদচ্যুত করতে হবে।

এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে—
১. ইঞ্জিনিয়ারিং বা নবম গ্রেডে প্রবেশের ক্ষেত্রে সকলকে সমান পরীক্ষা দিতে হবে; কোটার মাধ্যমে পদোন্নতি বা সমমানের পদ সৃজন করা যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেডে পদ পূরণে বিএসসি ও ডিপ্লোমাধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পরিচয়ে কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

বর্তমানে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button