অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর, চলবে এক মাস
জাতীয় নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে এ বছর আগেভাগেই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।


এবিএনএ: বাংলা একাডেমির আয়োজনে এবারের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। চলবে একটানা এক মাস, শেষ হবে ১৭ জানুয়ারি ২০২৬। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের সময়সূচি মাথায় রেখে এ বছর মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে।
এর আগে বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বইমেলার সময় নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকসহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
বাংলা একাডেমি জানিয়েছে, সময় পরিবর্তন হলেও মেলার আয়োজন ও প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। বইপ্রেমীদের জন্য এবারও বৈচিত্র্যময় আয়োজন থাকবে গ্রন্থমেলায়।