ঈদে দীর্ঘ ছুটি, এটিএমে নগদ টাকার ঘাটতি ঠেকাতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
১০ দিনের ঈদ ছুটিতে ব্যাংকিং সেবা সচল রাখতে এটিএমে পর্যাপ্ত টাকা ও প্রযুক্তি টিম প্রস্তুতের নির্দেশ


এবিএনএ,ঢাকা:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ১০ দিনের টানা ছুটি ঘোষণা করা হয়েছে, যা শুরু হবে আগামী ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। এই দীর্ঘ ছুটিকালীন সময়ে জনগণের ব্যাংকিং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের নিজস্ব ও অংশীদার প্রতিষ্ঠানের সব এটিএম বুথে ঈদের ছুটির সময় যথেষ্ট পরিমাণ নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়।
বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে যখন মানুষ ব্যাপকভাবে নগদ টাকা তোলেন, তখন যেন কোনো বুথে টাকা ফুরিয়ে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে এটিও নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সার্বক্ষণিক চালু থাকে।
ব্যাংকের সার্ভার বা প্রযুক্তিগত সমস্যা মোকাবিলায় প্রতিটি ব্যাংককে আলাদা প্রযুক্তি সহায়তা টিম গঠন করে ছুটির পুরো সময় দায়িত্বে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকগুলোকে এসএমএস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে গ্রাহকদের জানাতে হবে—কোন সেবা কখন কিভাবে পাওয়া যাবে। এতে করে গ্রাহকরা সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং জরুরি প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এই নির্দেশনার মাধ্যমে দীর্ঘ ছুটির সময়েও দেশের আর্থিক লেনদেন ও সেবা ব্যবস্থা সচল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।