প্রতীক পাওয়ার আগেই প্রচারণা? ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কড়া বার্তা ইসির
২১ জানুয়ারির আগে কোনো প্রার্থী বা দলের নির্বাচনী প্রচারণা নয়—নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা


এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে স্পষ্টভাবে জানিয়েছে সংস্থাটি।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর থেকেই নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণ করে প্রচারণা শুরু করা যাবে। এর আগে প্রচারণা চালালে তা নির্বাচনী আইন লঙ্ঘনের আওতায় পড়বে।
এছাড়া নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। এই সময়সীমা কঠোরভাবে মানতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে ইসি।
নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আচরণবিধি মেনে চলার ওপর জোর দিয়ে কমিশন বলেছে, কোনো ধরনের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




