বিনোদন

বারবার পিছিয়ে যাচ্ছে ‘ডন ৩’, কী তবে বন্ধই হয়ে গেল রণবীর সিংয়ের স্বপ্নের প্রজেক্ট?

‘ডন ৩’ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে; শুটিং পিছোচ্ছে বারবার, অভিনেতা-অভিনেত্রী সরে দাঁড়ানোয় ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

এবিএনএ:  বলিউডের আলোচিত তারকা রণবীর সিং গত কয়েক মাস ধরে দুটি সিনেমা ঘিরে খবরের শিরোনামে রয়েছেন। তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম লুক প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। সব কিছু ঠিকঠাক থাকলে এই ছবি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন।

কিন্তু এর মাঝে বড় অনিশ্চয়তার মুখে পড়েছে আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা—‘ডন ৩’। সিনেমাটির শুটিং বারবার পিছিয়ে যাওয়ায় অনেকে প্রশ্ন তুলছেন—আসলে কি আদৌ এই প্রজেক্ট বাস্তবায়ন হবে?

প্রথমে শোনা গিয়েছিল, ২০২৩ সালের আগস্টে ‘ডন ৩’-এর শুটিং শুরু হবে। কিন্তু ফারহান আখতারের নিজস্ব প্রজেক্ট ‘বাহাদুর ১২০’ শেষ না হওয়ায় ‘ডন ৩’-এর পরিকল্পনা থেমে যায়। পরে ২০২৫ সালের মে-জুন মাসে নতুন শিডিউল নির্ধারিত হলেও সেটিও বাস্তবায়ন হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ডন ৩’ এখন একেবারেই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, প্রজেক্টটি বাতিল হয়ে গেছে—এই খবর নাকি রণবীর সিংকেও জানানো হয়েছে, যদিও তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরও বিপদের কথা হচ্ছে, খলনায়কের চরিত্রে চুক্তিবদ্ধ থাকা বিক্রান্ত ম্যাসি ছবিটি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। তার সরে যাওয়াও শুটিং পিছিয়ে পড়ার একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে। এর আগে সিনেমা থেকে সরে যান কিয়ারা আদভানি, যিনি বর্তমানে মাতৃত্বকালীন অবসর কাটাচ্ছেন। কিয়ারার পরিবর্তে কৃতি শ্যাননের নাম শোনা গেলেও এখনো তাকে চূড়ান্ত করা হয়নি।

সম্প্রতি বক্স অফিস ওয়ার্ল্ড ডটকম প্রকাশিত একটি প্রতিবেদনেও জানা যায়, প্রযোজক ও পরিচালকরা ‘ডন ৩’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন, এমনকি প্রজেক্টটি বন্ধ করার কথাও আলোচনায় এসেছে।

এখন দেখার বিষয়, রণবীর সিংয়ের ‘ডন ৩’ আদৌ আলোর মুখ দেখতে পায়, নাকি এটি বলিউডের আরেকটি অসমাপ্ত অধ্যায় হয়েই থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button