ঢাকায় আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি দিল ডিএমপি
ধানমণ্ডিতে গেট ভাঙার ঘটনায় তিনজন আটক, মুচলেকা দিয়ে মুক্তি; ভবিষ্যতে অনিয়ম করলে ছাড় নয় বলে জানিয়েছে পুলিশ।


এবিএনএ:
আইন হাতে তুলে নিয়ে অরাজকতা সৃষ্টি করলে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না—এমন কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ধানমণ্ডিতে এক বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টা এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করার ঘটনায় তিনজনকে আটক করা হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডিএমপি জানায়, সোমবার রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে একজন জানান যে ধানমণ্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি গেট ভেঙে প্রবেশের চেষ্টা করছে। খবর পাওয়ার পর ধানমণ্ডি থানার ওসি ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, প্রায় ১৫-২০ জন ব্যক্তি বাড়িটির সামনে জড়ো হয়ে জোরপূর্বক প্রবেশ করতে চাচ্ছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তারা উত্তেজিত আচরণ করে এবং একজন ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে থানায় নিয়ে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার বিকেলে তাদের মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়, তবে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে।
বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টা করলে, কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করার প্রমাণ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, “আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশের দায়িত্ব পালনে সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।”
এই হুঁশিয়ারি নাগরিকদের সচেতন করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
Share this content: