শিক্ষা
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে বুধবার ডাবিতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা স্থগিত


এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ঘোষণা করেছে, আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।
মঙ্গলবার রাতের প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পড়াশোনা ও পরীক্ষা সংক্রান্ত কাজ পরিচালনা করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও কর্মকর্তাদের অবগত করা হয়েছে।