বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এক দিনে ছয়জনের মৃত্যু ও শতাধিক নতুন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।

এবিএনএ: দেশে ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে মারা গেছেন, তাদের বেশিরভাগই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সংখ্যা ২৪১ জন, আর বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৫২ জন। তবে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও ছয়জনের নাম, এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে মোট ১৬৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ক্রমবর্ধমান সংক্রমণ রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধন কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button