বাংলাদেশ

কক্সবাজারে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, অপহরণের শিকার ৩ কিশোর উদ্ধার

পর্যটনের শহর কক্সবাজারে অপহরণ চক্রের ফাঁদে পড়ে তিন কিশোর, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, এক অপহরণকারী আটক

এবিএনএ:  কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে চরম বিপদে পড়েছিল চট্টগ্রামের তিন কিশোর। পর্যটন শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে এনে বৃহস্পতিবার সকালে র‍্যাবের অভিযানে পাহাড়ি আস্তানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া তিন কিশোর হলো—মো. সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবায়দুল ইসলাম মুন্না (১৫)। তারা সবাই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। অপহরণের পর চক্রটি তাদের পরিবার থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

গোপন তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৫ জানতে পারে, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের পাহাড়ি এলাকায় কিশোরদের আটকে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে ভোররাতে সেখানে অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় প্রায় ১২-১৫ জন অপহরণকারী পালানোর চেষ্টা করে। ধাওয়া করে র‍্যাব সদস্যরা মো. রিয়াদ (১৯) নামের এক অপহরণকারীকে আটক করে।

র‍্যাব সূত্র জানায়, রিয়াদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এই অপহরণ চক্রের সক্রিয় সদস্য হিসেবে প্রমাণ মিলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও এএসপি আ ম ফারুক বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অপহৃতদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযানে এক অপহরণকারী ধরা পড়েছে, বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া কিশোরদের প্রাথমিক চিকিৎসা শেষে এবং আটক রিয়াদকে বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভ্রমণ নিরাপত্তা ও পর্যটন শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। র‍্যাবের দ্রুত পদক্ষেপ না থাকলে বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button