বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন; জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে।


এবিএনএ: আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এই ভাষণে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা তার ভাষণ প্রদান করবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, চলমান প্রশাসনিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি ও জাতীয় সনদের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে তিনি দেশের জনগণের প্রতি বার্তা দেবেন।
বিশ্লেষকদের মতে, এই ভাষণটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান ও আগাম করণীয় বিষয়ে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে তারা মনে করছেন।
জাতীয় সনদ বাস্তবায়ন ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা সম্পর্কে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে সারা দেশের নজর থাকবে বৃহস্পতিবার দুপুরে।




