

এবিএনএ : কুমিল্লার লাকসাম উপজেলায় এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত ওই যুবকের বয়স ২৫ বছর। তার বাড়ি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোগাইয়া গ্রামে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) এ কে এম সাইফুল আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত ব্যক্তির এলাকায় গিয়ে ওই বাড়িসহ আশপাশের বেশ কয়কটি বাড়ি লকডাউন করে দেন।
জানা গেছে, আক্রান্ত ওই ব্যক্তি ৫/৬ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। ওই সময় তার শরীরের জ্বর ছিল। তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে আলাদা করে রাখেন এবং লাকসাম স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন। পরে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআর-এ পাঠায়। বৃহস্পতিবার সংগৃহীত নমুনার পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে বলে লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। এদিকে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও রাজঘাট এলাকার এক ব্যক্তির শরীরে করোনা উপসর্গ থাকায় আজ সকালে তারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।