বাংলাদেশ

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি, অন্তর্বর্তী সরকারের কমিটি প্রত্যাখ্যান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুয়েটসহ প্রকৌশল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহি দাবি

এবিএনএ:  অন্তর্বর্তী সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বুয়েটসহ দেশের প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি ঘোষণা করেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ বলেন, শিক্ষার্থীদের ওপর আজকের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে দুঃখ প্রকাশ করে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত কমিটি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে। তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন কমিটি দ্রুত গঠন করতে হবে।

তিনি দাবি করেন, পূর্বে ঘোষিত তিন দফা দাবি নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। এ ছাড়া উপদেষ্টা ড. ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে এসে শিক্ষার্থীদের নিশ্চয়তা দিতে হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশের হামলায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে সকালে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

বর্তমানে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নতুন রুট চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button