তিন দফা দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন: বুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
শাহবাগে অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও গ্রেনেড হামলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি আরও বিস্তৃত, স্থবির হয়ে পড়েছে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়


এবিএনএ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার চলছে ‘কমপ্লিট শাটডাউন’। তিন দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন।
বুয়েটে সাধারণত বৃহস্পতিবার কোনো ক্লাস না থাকলেও বিভিন্ন পরীক্ষার আয়োজন হয়ে থাকে। তবে আজকের কর্মসূচির কারণে সব পরীক্ষা স্থগিত রয়েছে। শুধু কর্মকর্তা-কর্মচারীরাই কয়েকটি বিভাগে উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের দেখা মেলেনি।
শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ বুধবার রাতেই সংবাদ সম্মেলন করে দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দেয়। ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি কার্যকর হয়।
এর আগে, মঙ্গলবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় লাঠিচার্জে বহু শিক্ষার্থী আহত হন।
তবে আহত হয়েও বিকেল সাড়ে পাঁচটার দিকে পুনরায় শাহবাগে অবস্থান নেন তাঁরা। রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সরে গেলেও আন্দোলনের ডাক আরও জোরদার হয়।
প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ রাতের সংবাদ ব্রিফিংয়ে জানান, আজ বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা হবে এবং সেখানেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ঘোষণা দেন— দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।