বাংলাদেশ

ভাড়া চাওয়ায় বিএনপি কার্যালয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তাল আড়াইহাজার

বকেয়া ভাড়া চাওয়ায় দোকান মালিককে নির্মমভাবে হত্যা, অভিযুক্ত নেতারা গা-ঢাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়া চাওয়ায় বিএনপি কার্যালয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় মৎস্যজীবী দলের সহ-সাধারণ সম্পাদক।

পরিবারের অভিযোগ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রায় এক বছর আগে তার তিনটি দোকানের একটি ভাড়া নিয়ে তাতে ইউনিয়ন বিএনপির কার্যালয় গড়ে তোলেন। তবে সেই দোকানের নির্ধারিত ৩০ হাজার টাকা বার্ষিক ভাড়া বারবার তাগাদা দেওয়ার পরও পরিশোধ করেননি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর হোসেন বকেয়া ভাড়ার দাবিতে বিএনপি কার্যালয়ে গেলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় তোতা মেম্বারের ছেলে খোকন, ভাইপো সাদ্দাম হোসেন ও আরও কয়েকজন মিলে জাহাঙ্গীরকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে, ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, “এই ধরনের অপকর্মে দল কোনোভাবেই জড়িত নয়। অপরাধী যে-ই হোক, তাকে শাস্তি পেতে হবে।”

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া জানান, “দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। বিএনপি অপরাধীদের আশ্রয় দেয় না।”

আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এখনো মামলা হয়নি, দাফনের পর মামলা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button