‘ও প্রিয় বাংলাদেশ’: যুক্তরাষ্ট্র থেকে লাল জুলাইয়ের স্মৃতিতে বিপ্লবের নতুন দেশপ্রেমের গান
২০২৪ সালের ঐতিহাসিক ‘লাল জুলাই’ স্মরণে কণ্ঠশিল্পী বিপ্লবের নতুন গান ‘ও প্রিয় বাংলাদেশ’ শিগগিরই প্রকাশ পাচ্ছে ইউটিউবে


এবিএনএ: দেশাত্মবোধক গানে বরাবরের মতোই শ্রোতাদের হৃদয় জয় করেছেন ব্যান্ড ‘প্রমিথিউস’-এর জনপ্রিয় কণ্ঠশিল্পী বিপ্লব। একক অ্যালবাম ও বিভিন্ন প্রজেক্টে দেশভক্তির নানা গান previously পরিবেশন করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘নতুন বাংলাদেশ’ শিরোনামের গানটি ছিল গণঅভ্যুত্থানের স্বপ্ন নিয়ে রচিত। গানটি শ্রোতাদের মধ্যে দারুণ আলোড়ন তোলে।
এই সফলতা পার না হতেই, নতুন একটি গান প্রকাশের ঘোষণা দিলেন বিপ্লব। ‘ও প্রিয় বাংলাদেশ’ শিরোনামের গানটি রচনা, সুর এবং সংগীতায়োজন করেছেন তিনি নিজেই। শিগগিরই তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী।
যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, “২০২৪ সালের জুলাই মাসের রক্তাক্ত ঘটনার পটভূমিতে লেখা হয়েছে এই গান। আমি চাই, প্রতি বছর লাল জুলাই উপলক্ষে এটি কোনো না কোনো আয়োজনে গাওয়া হোক।”
তিনি আরও জানান, এর আগে অনেক দেশাত্মবোধক গান করলেও ‘ও প্রিয় বাংলাদেশ’ আলাদা। কারণ, এই গানটি সরাসরি একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এবং এটি লাল জুলাইয়ের স্মৃতি ধরে রাখবে। পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ধরণের আরও কিছু গান প্রকাশের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
শ্রোতাদের হৃদয়ে দেশপ্রেমের স্পন্দন জাগাতে প্রস্তুত বিপ্লবের নতুন গান— ‘ও প্রিয় বাংলাদেশ’। এখন শুধু অপেক্ষা গানটি প্রকাশের।