

এবিএনএ : শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে মেয়র পদে বিজয়ী সেলিনা হায়াৎ আইভী।
সাক্ষাতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে নিরপেক্ষ ভোটের জন্য অবিচল ছিলেন। তার জন্যই নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের কারণেই নৌকার বিজয় হয়েছে।
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আইভী। তিনি বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোটের যে উদাহরণ সৃষ্টি হয়েছে তা সারা দেশে অব্যাহত থাকবে।
দলীয় সভানেত্রীর কথায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।