শিক্ষা

উত্তপ্ত পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাকৃবিতে সংঘর্ষ ও উত্তেজনার পর জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল খালি করার নির্দেশ

এবিএনএ:  ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভার্চ্যুয়াল জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীকে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যায় আলোচনার সময় লাঠিসজ্জিত বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং পরে অবরুদ্ধ শিক্ষকদের বের করে আনে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

উত্তপ্ত পরিস্থিতির কারণে ক্যাম্পাসজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button