বাতিল হওয়া এনআইডি সংশোধন আবেদনকারীদের আবার সুযোগ দিল নির্বাচন কমিশন
ক্র্যাশ প্রোগ্রামে বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনকারীরা ৩১ অক্টোবর পর্যন্ত পুনরায় আবেদন করতে পারবেন।


এবিএনএ: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল হওয়া নাগরিকদের জন্য নতুন সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। ক্র্যাশ প্রোগ্রামের আওতায় যারা পূর্বে আবেদন করেও বিভিন্ন কারণে বাতিল হয়েছেন, তারা আবারও ৩১ অক্টোবর পর্যন্ত সংশোধনের আবেদন করতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, এনআইডি উইং-এর সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছেন।
গত বছরের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রথম ধাপে একটি ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হয়। এছাড়া ২১ জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের ক্র্যাশ প্রোগ্রাম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
যেসব কারণে আবেদন বাতিল হয়েছিল সেগুলোর মধ্যে রয়েছে—
-
নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া
-
অসম্পূর্ণ আবেদন দাখিল
-
দলিলাদির সঙ্গে অসঙ্গতিপূর্ণ তথ্য জমা
-
সাক্ষাৎকারে ডাকা হলেও উপস্থিত না থাকা
-
ব্যক্তিগত অনুরোধে আবেদন বাতিল
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের বাতিল আবেদনগুলোর ক্ষেত্রে অনেক সময় সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি। তাই পুনরায় আবেদন করলে তা নতুন ক্যাটাগরিতে না নিয়ে পূর্বের ক্যাটাগরিতেই যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।
গত ছয় মাসে শুধুমাত্র ক্র্যাশ প্রোগ্রামের আওতায় প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।