লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জিতল সিরিজ, আতিকুরের বোলিং ও জারিফ-অদৃতের ব্যাটিং সাফল্যের চাবিকাঠি


এবিএনএ: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে গেল।
সিরিজ নির্ধারণী ম্যাচে ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৬৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। শুরুটা ছিল না সুখকর—দলীয় ১ রানে ওপেনার নাইম ‘গোল্ডেন ডাক’-এ সাজঘরে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে জারিফ ও কাউসার ৬৮ রানের জুটি গড়ে দলকে খোলা রাখেন।
কাউসার ৩০ রান করার পর বিদায় নিলেও জারিফ ৫১ বলে ৫১ রান করে ফিফটি পূর্ণ করেন। এরপর রাকিবুল দ্রুত আউট হলেও অদৃত ঘোষ একপ্রান্ত ধরে রেখে ৭৭ বলে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাংলাদেশকে।
এর আগে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসার আতিকুর আকাশের বোলিং তোপের মুখে পড়ে। ৪৫.১ ওভারে তারা ১৭৯ রানে অলআউট হয়। আতিকুর ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার হয়ে সানুল ওয়েরারাত্নে সর্বোচ্চ ৬৬ রান করেন, হিরুন মাথিশা ৩৭ রান করলেও অন্য ব্যাটাররা ব্যর্থ হন।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৮ রানে বড় জয় পায়, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে সমতা আনে। শেষ ম্যাচটি জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ট্রফি ঘরে তুলল, যা জুনিয়র টাইগারদের জন্য এক বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।




