খেলাধুলা

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্য ২৮৬ রান

শেষ ওয়ানডেতে জিতলেই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল

এবিএনএ:  পাল্লেকেলের সবুজ উইকেটে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের নির্ধারক ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৫ রান। এই রান তাড়া করে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয় করবে টাইগাররা।

শুরুটা অবশ্য দুর্বলই ছিল লঙ্কানদের। মাত্র ৩ রানে আউট হন ওপেনার মাদুশকা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস গড়েন ৫৬ রানের ভিত্তি। নিশাঙ্কা আউট হন ৩৫ রানে, তানভীর ইসলামের বলে। এরপর কামিন্দু মেন্ডিসকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

এক পর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। তাদের ১২৪ রানের জুটি লঙ্কান ইনিংসকে শক্ত ভিত দেয়। কুশল মেন্ডিস তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে শতক—বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয়। তার ইনিংসে ছিল ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কা করেন ৫৮ রান, ৬৮ বলে।

শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ফের আক্রমণে ফেরে। কুশল ও আসালাঙ্কাকে ফিরিয়ে বড় জুটি গড়তে দেয়নি তারা। লিয়ানাগে (১২), ভেল্লালাগে (৬) দ্রুত ফিরলে ইনিংস থমকে যায়। তবে শেষ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮* ও চামিরা ১০* রানে অপরাজিত থেকে দলকে respectable সংগ্রহ এনে দেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ, দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।

এখন অপেক্ষা টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে জবাব দেখার। ২৮৬ রানের চ্যালেঞ্জ জয় মানেই হবে ইতিহাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button