দুই বাল্ব-এক ফ্যান-এক ফ্রিজ, বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা! চা দোকানির চরম বিস্ময়
বাগেরহাটের ফকিরহাটে একটি ছোট চায়ের দোকানের মাসিক বিদ্যুৎ বিল দাঁড়াল ৩ লাখ টাকা। পরে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে সংশোধন করে মাত্র ৩১০ টাকা করে।


এবিএনএ: মাত্র দুটি বাল্ব, একটি ফ্যান আর একটি ফ্রিজ চালিয়ে মাসিক বিদ্যুৎ বিল দাঁড়াল ৩ লাখ ১ হাজার ৭৪৬ টাকা! এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজারে। ছোট্ট চায়ের দোকান চালানো অপূর্ব কুন্ডু বিল হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন।
অপূর্ব জানান, বহু বছর ধরে একই দোকানে ব্যবসা করছেন তিনি। সাধারণত মাসে ৩৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসত। গত মাসে হঠাৎ বিল হয়েছিল ১ হাজার ৮৭৬ টাকা। পরে ফকিরহাট জোনাল অফিস সেই বিল সংশোধন করে মাত্র ৩১৬ টাকা করে দেয়। কিন্তু এবার বিল হাতে পেয়ে তিনি অবাক হয়ে দেখেন, তার নামে এসেছে ৩ লাখ টাকারও বেশি বিদ্যুৎ বিল।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত এসে বিলটি সংগ্রহ করেন। এ বিষয়ে ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু বলেন, “বিলিং সহকারীর ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই বিল সংশোধন করে সঠিক পরিমাণে অর্থাৎ ৩১০ টাকা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মচারীকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।”
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর মাসে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের চা দোকানি তাইজুল ইসলামের নামে ১৩ লাখ ৮৭ হাজার টাকার বিল করা হয়েছিল। অথচ তার প্রকৃত বিল ছিল মাত্র ১৬২ টাকা।