নাফ নদে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে গুলিবিদ্ধ দুই জেলে, লেদা থেকে নিখোঁজ আরও তিনজন
টেকনাফ সীমান্তে নাফ নদে চলল গুলি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলায় আতঙ্কে স্থানীয় জেলেরা

এবিএনএ: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশি জেলে। সোমবার দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ দুই জেলে হলেন—টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার হেদায়েত উল্লাহ (১৭) এবং মো. হোসেন (১৬)। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “নাফ নদে মাছ ধরার সময় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।”
স্থানীয়রা জানান, দুপুরে তিনজন জেলে বড়শি নৌকায় করে মাছ ধরতে গেলে হঠাৎ করেই মিয়ানমার সীমান্তের আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে হেদায়েত ও হোসেন গুলিবিদ্ধ হন।
শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মো. রেজাউল বলেন, “সকালে নদে নামার পর দুপুরে আকস্মিক গুলির শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
গুলিবিদ্ধ হেদায়েত উল্লাহর বড় ভাই আবদুর রহিম বলেন, “আমার ভাই মাছ ধরতে গিয়ে গুলিতে আহত হয়েছে, এটা খুবই দুঃখজনক।”
এদিকে টেকনাফের লেদা এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা আরও তিনজন জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
এই ঘটনার পর টেকনাফ সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলেদের মধ্যে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
Share this content: