“আমি রাজনীতি করি না, বুঝিও না”—আদালতে হাজির হয়ে বললেন অপু বিশ্বাস
চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়ে বলেন, “আমি একজন শিল্পী, রাজনীতির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই”


এবিএনএ: রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামে একজনকে গুলিবিদ্ধ করার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
আজ (১৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তার পক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, “আমি রাজনীতি করি না, বুঝিও না। আমি একজন অভিনয়শিল্পী, অভিনয়ই আমার পেশা ও পরিচয়। আইনের বিষয়গুলো আমার আইনজীবীরা দেখছেন।”
অপু বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার কামরুল জানান, এর আগে ২ জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু। সেই মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নতুন জামিন চান এবং আদালত তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনরতদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নেন।
পরবর্তীতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০–৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।
ওই মামলায় অপু বিশ্বাসসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে অভিযুক্ত করা হয়। তালিকায় রয়েছেন সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, শাওন, জ্যোতিকা জ্যোতি, জায়েদ খান, সাইমন সাদিক, আজিজুল হাকিম, তারিন, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।
অপু বিশ্বাসকে ২০৮ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। এর আগে একই মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকেও গত ১৮ মে গ্রেপ্তার করা হয়েছিল। তবে দুইদিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।