লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করল পুলিশ
বাংলাদেশ পুলিশ ঘোষণা দিয়েছে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ব্যবস্থা। সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে।


এবিএনএ: বাংলাদেশ পুলিশ লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। উদ্ধার কার্যক্রমে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে এই প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একইভাবে চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজি’র জন্য দেড় লাখ, এলএমজি’র জন্য ৫ লাখ এবং প্রতিটি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, যাতে তারা নিরাপদে সহযোগিতা করতে পারেন।
পুলিশ আশা করছে, এই প্রণোদনা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে এবং দেশের বিভিন্ন স্থানে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।