এ বি এন এ : বিশ্বের জনপ্রিয় স্মার্ট ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান গুলোর একটি স্যামসাং। তবে সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন মডেলের হ্যান্ডসেটটির ব্যাটারির সমস্যার কারণে বিস্ফোরণ ঘটায় অনেকটা আতঙ্ক তৈরি হয়েছে এর গ্রাহকদের মধ্যে।
সাম্প্রতিক এ আতঙ্কের জেরে যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী প্লেনগুলোতে উড়ন্ত অবস্থায় স্যামসাং এর তৈরি স্মার্ট ফোন চালু রাখা কিংবা চার্জে না দেওয়ার জন্য এর মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকান এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা।
আমেরিকান এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা এক সাক্ষাতকারে জানান, তারা যেকোনো প্রকার দুর্ঘটনা এড়াতে যাত্রীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন।