বাংলাদেশ

বরিশালে ভাইয়ের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বপন বেপারী গ্রেপ্তার

মুলাদীতে দুই ভাইয়ের নির্যাতনে চোখ হারানো রিপনের মামলায় প্রধান আসামি স্বপন বেপারীকে ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ

এবিএনএ:  বরিশালের মুলাদী উপজেলায় চোখ উপড়ে নেওয়ার ভয়াবহ ঘটনায় জড়িত প্রধান আসামি স্বপন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার মসাং গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় রিপন বেপারীর বাবা আশেদ বেপারীসহ আটজনকে আসামি করে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালায়। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ২২ আগস্ট। রিপন বেপারী (৩৬) বাবার উপস্থিতিতে নিজের ভাইদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গেলে স্বপন ও রোকন বেপারী মিলে রিপনের উপর হামলা চালায় এবং নৃশংসভাবে তার দুই চোখ উপড়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button